Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবির মার্কেটিং বিভাগের রজত জয়ন্তী পলিত

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের প্রাঙ্গন থেকে র‌্যালির মাধ্যমে রজত জয়ন্তী অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। ১২টায় ব্যাবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অয়েজনের উদ্বোধন করেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি বলেন, এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহে ব্যবসা-বাণিজ্য, বিপনন ও শিল্পায়নে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা দেশ মাতৃকার উন্নয়ন-অগ্রগতিতে যে অবদান রেখে চলেছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার। আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর এ জে এম নূরুদ্দীন চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পলিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ