Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুন্ডু সাব রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে কর্মবিরতি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাব রেজিষ্ট্রার হাসানুজ্জামানের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে ফুসে উঠেছে হরিণাকুন্ডুর দলিল লেখকরা। জোর পুর্বক ১% ঘুষ আদায় ও দেরিতে অফিসে এসে বিকালে লেট ফি আদায় করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার থেকে কর্ম বিরতী পালন করছেন ৬৩ জন দলিল লেখক। ফলে জমি রেজিষ্ট্রি বন্ধ হয়ে গেছে। হরিাকুন্ডুর প্রবিণ দলিল লেখক ওয়াজেদ আলী অভিযোগ করেন বুধাবার জেলা রেজিষ্ট্রার (ডিআরও) হরিণাকুন্ডু অফিসে তদন্তে আসেন। তিনি চলে যাওয়ার পর পরই সাব রেজিষ্ট্রার হাসানুজ্জামান দলিল লেখকদের কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় বৃহস্পতিবার থেকে তিনি কোন দলিল নিচ্ছিল না। ফলে দুপুর ১২টা থেকে প্রতিবাদ স্বরুপ কর্মবিরতী পালন করছেন। দলিল লেখক আনিছুর রহমান, মইনুল হোসেন, খবির উদ্দীন, বাবুল আক্তার ও মাহবুব হোসেন অবিযোগ করেন, সাব রেজিষ্ট্রার হাসানুজ্জামান অফিসে আসে ১২টায়। এরপর তিনটার পরে দলিল দিতে গেলে লেট ফি দাবী করেন। অথচ সময় মতো অফিসে আসলে এই সমস্যা হতো না। তাদের অভিযোগ দলিল রেজিষ্ট্রি মূল্যের অতিরিক্ত ১% টাকা করে সাব রেজিষ্ট্রার ঘুষ নেন। দলিল রেজিষ্ট্রির সময় কাগজপত্রের ত্রুটি দেখিয়ে নাইটগার্ড আশরাফুল ইসলামের মাধ্যমে অতিরিক্ত ঘুষ আদায় করেন। জমির পরচা ফটোকপিতে রেজিষ্ট্রির নিয়ম থাকলেও তিনি এই খাতে অতিরিক্ত ঘুষ আদায় করেন। দলিল লেখক ওয়াজেদ আলীর অভিযোগ দুর্নীতিবাজ এই কর্মকর্তার ঘুষ বাণিজ্যের কারণে সাধারণ মানুষ দিশেহারা। টয়লেটের মধ্যেও ঘুষ লেনদেন করেন, যা অত্যন্ত্য দুঃখ জনক বলে ওয়াজেদ আলী মন্তব্য করেন। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হরিণাকুন্ডুর ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, দুর্নীতিবাজ সাব রেজিষ্ট্রারের ঘুষের কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ইতিপূর্বে তিনিসহ বেশ কয়েকজন চেয়ারম্যান উপজেলা আইনশৃংঙ্খলা মিটিংয়ে তুলেছেন, কিন্তু কোন প্রতিকার হয়নি। তিনি আরো জানান, তার বিরুদ্ধে ২০১৭ সালের জানুয়ারি মাসে ৪টি দলিল গায়েবের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলার সাব রেজিষ্ট্রার হাসানুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, দলিল লেখকরা তাকে হেয় করতে এহেন মিথ্যা ও অসাড় অভিযোগ তুলছেন। তিনি বলেন, কৈ কর্মবিরতি তো হচ্ছে না। তবে বৃহস্পতিবার কয়টি দলিল রেজিষ্ট্রি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর দিতে পারে নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবাদ

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ