পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) এর মধ্যে সমপ্রতি পারস্পারিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, এসএসএলকমার্জের যে কোন অনলাইন মার্চেন্টে ইউপে’র মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। এছাড়া, ইউপে গ্রাহকরা এসএসএলকমার্জের এ-কমার্স মার্চেন্ট সাইটগুলো হতে ইউপে’র মাধ্যমে অনলাইন কেনাকাটা করতে পারবেন।
ইউসিবি’র চিফ অপারেটিং অফিসার ও এসইভিপি মো. আব্দুল্লাহ আল মামুন ও এসএসএলের সিওও আশীষ চক্রবর্তী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউসিবির রিটেল ব্যাংকিং প্রধান ও ইভিপি তৌফিক হাসান এবং এসএসএলের ব্যাংকিং ও ফিন্যন্সিয়াল সার্ভিসের প্রধান সৌদ বিন জাহান (সুসান) সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ইউপে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের একটি সেবা, দেশের প্রথম কিউ আর কোড নির্ভর ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ব্লাকচেইন প্রযুক্তি দ্বারা সুরক্ষিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।