Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গাইবান্ধায় জামাতার ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১০:৫৮ এএম

গাইবান্ধার সাদুলাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে মেয়ে জামাতা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে শাশুড়ি খায়রুন নেছার (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার রাতে ইউনিয়নের মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, খায়রুন নেছার মেয়ে শাহানা আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন সাইফুল। তাদের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে ঝগড়া লেগেই ছিল। কিছুদিন আগে শাহানা সাইফুলকে ডিভোর্স দিয়ে ঢাকায় চলে যায়। সাইফুল স্ত্রীকে ফিরে পেতে শাশুড়ি ও শ্যালকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। রাতে সাইফুল শশুর বাড়ীতে এসে কৌশলে শাশুড়িকে ঘর থেকে ডেকে বের করে। পরে বাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে শাশুড়ির পিঠে ছুরিকাঘাত করে সাইফুল। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তিনি। পরে দ্রুত খায়রুনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদুলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাশুড়ির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ