Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থপাচারের বিরুদ্ধে কঠোর হবে দুদক

মানববন্ধনে দুদক চেয়ারম্যান

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


অর্থপাচারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, কতিপয় দুর্নীতিবাজ এদেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে। সরকারি কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সাহায্যে যারা ওভার ইনভয়েসিং করে আমার দেশের মানুষের অর্থ বিদেশে পাচার করছে এবার আমরা তাঁদের বিরুদ্ধে শক্তভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। গতকাল বুধবার সকালে দুর্নীতিবিরোধী সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা যদি রক্ষা করতে হয় তাহলে এই অর্থপাচার রোধ করতে হবে। জনগণের অর্থ যারা পাচার করছে তাদের বিরুদ্ধে এ বছর আমরা কঠোর অবস্থান গ্রহণ করব। সরকারি কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সাহায্যে যারা ওভার ইনভয়েসিং করে আমার দেশের মানুষের অর্থ বিদেশে পাচার করছে এবার আমরা তাঁদের বিরুদ্ধে শক্তভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা সরকারি পরিষেবা প্রদানকারী সংস্থায় দুর্নীতিবাজ হিসেবে জনশ্রæতি আছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে বিশ^াসযোগ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ সংগ্রহ করছে দুদক। এ সকল ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে দুদক শুন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করবে ।
তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে সরকার ইতিবাচক বেশকিছু পদক্ষেপ নিয়েছে। কমিশন সার্বিক বিষয়রে ওপর নজর রাখছে। অসাধু ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা কিংবা কথিত কোচিংসেন্টার পরিচালনাকারীদের প্রতি আমাদের অনুরোধ এই ঘৃণ্য এবং অমার্জনীয় অপরাধে কেউই জড়াবেন না। এই অপরাধীদের কোনো ক্ষমা নেই , কোনো ছাড় নেই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মোঃ শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ জাফর ইকবাল, মহাপরিচালক (লিগ্যাল) মোঃ মঈদুল ইসলাম, মহাপরিচালক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোঃ জয়নুল বারী, মহাপরিচালক (মানিলন্ডারিং) মোঃ আতিকুর রহমান খান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রমুখ। এছাড়াও মানববন্ধনে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয়। গত সোমবার থেকে সপ্তাহব্যাপী দুর্নীতিবিরোধী নানা কার্যক্রমের অংশ হিসেবে দুদক এই মানববন্ধনের আয়োজন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ