Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

অনুমতি না দিলে গণতন্ত্র হরণ, দিলে বলে সরকার বাধ্য হয়েছে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ৩:০৪ পিএম | আপডেট : ৪:০৭ পিএম, ২৮ মার্চ, ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলে বলে গণতন্ত্র হরণ করা হয়েছে, আর দিলে বলে সরকার বাধ্য হয়েছে। এখন সরকার কোন দিকে যাবে?
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এসব কথা বলেন।
আগামীকাল ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। কিন্তু এখনও অনুমতি মেলেনি দলটি। অনুমতি পেতে গতকাল মঙ্গলবার দলটির তিন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতা দিবসে তারা শোভাযাত্রা করলো, সেটা কি সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ চালাচ্ছে। অনুমতি পেয়েও কি এ কথা বলবে? নাকি এ কথা বলবে যে, সরকার বাধ্য হয়েছে। প্রবলেম তো এখানেই, তাদের (বিএনপি) অনুমতি না দিলে সরকার গণতন্ত্র হরণ করেছে। আর অনুমতি দিলেই তারা (বিএনপি) বলে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে। এখন সরকার কোন দিকে যাবে? এটাই তো বিএনপির ন্যাচার। এভাবেই তো তারা কথা বলছে।’
২৯ তারিখে সমাবেশের বিষয়ে সরকার কোন দিকে যাবে? -জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার কোন দিকে যাবে তা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা করুন। এখানে নিরাপত্তার ব্যাপার আছে। সরকারের আন্তরিকতার অভাব থাকলে, তারা কিভাবে গতকাল শোভাযাত্রা করলো? সেই প্রশ্নটার জবাব দিক তারা।’
তিনি আরও বলেন, ‘তারা কি বলবেন সরকার বাধ্য হয়েছে? তারা এমন কী বাংলাদেশে মহাপ্লাবন ঘটিয়েছেন রাজপথে যে, সরকার বাধ্য হবে। সেই সামর্থ্য ও সক্ষমতা কি বিএনপি গত ৯ বছরে ৯ মিনিটের জন্য দেখাতে পেরেছে? সামনে তো প্রশ্নই আসে না।’
‘দেশের মানুষ এখন ইলেকশনের মুডে, কেউ আর আন্দোলনের মুডে নেই’ -বলেও মন্তব্য করেন তিনি।



 

Show all comments
  • nurul alam ২৮ মার্চ, ২০১৮, ৪:৩৪ পিএম says : 0
    এরূপ পরিস্থিতির অবতারণা কে ঘটিয়েছে ? নিজেদের ইচ্ছেমত যা ইচ্ছে তা-ই করবেন এটা কোন তন্ত্র ?.................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ