রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধা জেলা সংবাদদাতা
মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোসহ সরকার নির্ধারিত নীতিমালা তৈরির দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পোল্ট্রি খামার মালিক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সহস্রাধিক পোল্ট্রি খামার মালিক এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, মিজানুর রহমান টিটু, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সিন্ডিকেট করে হ্যাচারি মালিকরা দীর্ঘদিন যাবৎ মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কয়েকগুণ হারে বৃদ্ধি করেছে। এতে করে দেশের উত্তরাঞ্চলের শুধু গাইবান্ধায় ১০ হাজার খামারের ওপর এর প্রভাব পড়ে। পোল্ট্রি মালিকরা ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের অনেক খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বক্তারা অবিলম্বে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।