নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগকে সামনে রেখে গতকাল শুরু হয়েছে খেলোয়াড় দলবদল কার্যক্রম। আট দিন ব্যাপী এই দলবদলের প্রথম দিনটি অনেকটা উত্তাপহীন কাটলেও কিছুটা উত্তেজনা লক্ষ্য করা গেছে ঢাকা আবাহনী লিমিটেডের একটি ছোট্ট মিছিলকে কেন্দ্র করে। এ মিছিল যখন মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের চত্বরে এসে পৌছায়, ঠিক তখনি বোঝা গেছে কিছু একটা হচ্ছে ফেডারেশনে।
দলবদলের প্রথম দিন কাল দুপুর থেকেই টোকেন নিয়ে ফেডারেশনস্থ যুগ্ম সম্পাদকদ্বয়ের কক্ষে বসেছিলেন কোষাধ্যক্ষ কাজী মইনুজ্জামান পিলা। এদিন বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের পক্ষে চারজন টোকেন তুলেন। পাঁচটার পর হঠাৎ করেই স্টেডিয়াম আঙ্গিনা সরব হয়ে ওঠে। ছোট্ট মিছিলসহ আবাহনী, আবাহনী শ্লোগানে খেলোয়াড়রা প্রবেশ করেন স্টেডিয়ামে। বিদেশী ছাড়া আবাহনীর ১৪ জনের তালিকা নিয়ে আসেন সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমানে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুবুল এহসান রানা। এর মধ্যে ১১জনই এবার তাবু গেড়েছেন আকাশী নীল হলুদ শিবিরে। আসন্ন প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলছেন মাসুদ পারভেজ, রুমান সানা, আশরাফুল ইসলাম, সারোয়ার হোসেন, কৃষ্ণ কুমার, আবু সায়েদ নিপ্পন, মুসা মিয়া, আফসার উদ্দিন, তাহের আলী, সোহানুর রহমান সবুজ, আরশাদ হোসেন, মেহেদী হাসান, মহসিন ও খোরশেদুর রহমান।
দীর্ঘ দু’বছর পর অনুষ্ঠিত হচ্ছে দলবদল কার্যক্রম। যদিও ক’দিন আগে দলবদলের সময় পেছানোর জন্য আবেদন করেছিল মোহামেডানসহ চার ক্লাব। কিন্তু তাতে আমল দেয়নি ফেডারেশন। তাই ধারনা করা হচ্ছে, এবারও চার ক্লাব বেঁকে বসতে পারে। যদি তাই হয় তবে খেলার কি হবে? এমন প্রশ্নের উত্তরে মাহবুবুল এহসান রানা বলেন, ‘দলবদল নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। দু’বছর পর দলবদল হচ্ছে। বুঝতেই পারছেন। প্রতিবারের মতো এবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছি। কারণ আবাহনীর কাছে চ্যাম্পিয়ন ছাড়া অন্য কোন ট্রফির দাম নেই। আসলে সব ক্লাবকে সামনে রেখেই আমরা দলবদল কার্যক্রম শুরু করেছি। তারপরও কেউ যদি খেলতে না আসে তাহলে বাইলজ অনুযায়ী তাদের বিরুদ্ধে ফেডারেশন সিদ্ধান্ত নেবে।’ অভিজ্ঞ খেলোয়াড় সারোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ দু’বছর পর আজ (কাল) থেকে দলবদল শুরু হলো। সবগুলো ক্লাব যেন এই কার্যক্রমে অংশ নেয় এটা আমার অনুরোধ। সবার অংশগ্রহণে একটি ভালো লিগ যেন খেলতে পারি আমরা। এটাই চাওয়া থাকবে। তাছাড়া খেলোয়াড় হিসেবে আমাদের সবারই প্রত্যাশা থাকে, নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর। এবারও সেটাই করার চেষ্টা করবো। নিজের সেরাটা দিয়েই এবার আবাহনীকে চ্যাম্পিয়ন করাবো ইনশাল্লাহ।’
এদিকে বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হিসেবে ফের যোগ দিয়েছেন মালয়েশিয়ান গোপীনাথন কৃষ্ণমৃর্তী। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গোপীনাথনকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। গোপীনাথন আগামী এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।