Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ক্রাইম প্যাট্রল’ ছাড়লেন অনুপ সোনি

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অভিনেতা অনুপ সোনি ‘ক্রাইম প্যাট্রল’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে সারা ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি স¤প্রতি এই অনুষ্ঠানটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলা যায়, উল্লেখিত ক্রাইম শোটি আর তিনি সমার্থক। তিনি একটি দৈনিককে বলেছেন, “হ্যাঁ, আমি অনুষ্ঠানটি ছেড়ে দিচ্ছি।” আট বছর অনুষ্ঠানটির সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল অসাধারণ অভিজ্ঞতা, তবে তিনি তার প্রথম প্রেম অভিনয়ে ফেরাকে অগ্রাধিকার দিতে চাইছেন। তিনি বলেন, “আট বছর দীর্ঘ সময় এবং এই অনুষ্ঠানে আমার যাত্রা ছিল উপভোগ্য। তবে আমি অভিনয়কে মিস করছি। আমি প্রথমে একজন অভিনেতা। গত পাঁচ বছর আমি অভিনয় করিনি।” ‘ক্রাইম প্যাট্রল’ অনুষ্ঠানে তার অনুপস্থিতি দর্শকরা কিভাবে গ্রহণ করবে আর তার বিকল্প উপস্থাপক প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি দর্শকরা নিরাশ হবে, তবে আমি জানি তারা আমার ব্যাপারটা বুঝবে। অনেক দিন হয়ে গেছে আর আমি একঘেয়ে হতে রাজি নই। প্রতিটি পর্বই আমি মনোযোগ দিয়ে করেছি। তবে আমি আমার মধ্যের অভিনেতাকে তো খুন করতে পারি না। এই অনুষ্ঠানটি আমার মনে থাকবে চিরদিন। আর এখন আমি অভিনেতা হিসেবে কাজ করতে চাই।”



 

Show all comments
  • Rafaza Hossain ২৮ মার্চ, ২০১৮, ২:৫৯ এএম says : 0
    we will miss you Mr. Soni
    Total Reply(0) Reply
  • Anik ১৯ আগস্ট, ২০১৮, ২:০৪ পিএম says : 0
    So Sad
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রাইম প্যাট্রল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ