Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে এক অটোরিকশা দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। পুলিশ এ কথা জানায়। রাজ্যের রাজধানী হায়দারাবাদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে নিজামাবাদ এলাকার মেন্ডরায় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার এক পুলিশ কর্মকর্তা জানান, অটোরিকশাটিতে করে ১৪ জনকে বহন করা হচ্ছিল। দ্রæত গতিতে যাওয়ার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান, ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। এদের মধ্যে চারজন নারী ও ছয়জন শিশু রয়েছে। আহত চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : সিনহুয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ