Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চান্দিনা থেকে : হিন্দু ধর্মাবলম্বীদের পুন্যহ স্নানের কারনে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে নারায়নগঞ্জের লাঙ্গলবন পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেষে নারায়নগঞ্জের লাঙ্গলবনে হিন্দু ধর্মাবলম্বীদের পুন্যহ স্নানের কারনে গতকাল ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজটের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। এছাড়া ২৬ মার্চ সরকারী ছুটির কারণে এই সড়কে গাড়ীর সংখ্যা বেড়ে গেছে বহুগুন। গত কয়েক মাসে ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে প্রায় স্থবির করে দিয়েছে। অচল হয়ে পড়ে থাকছে ঘন্টা পর ঘন্টা যানবাহন। এতে করে প্রতিদিন মহাসড়কে যানজট রুটিন হয়ে পড়েছে। এই অবস্থায় যানবাহনের চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । একই সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় মহাসড়কে যানবাহনে বসে থেকে পার করছে হাজার হাজার লোক। প্রতিদিন এটা নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়ালেও যোগাযোগ মন্ত্রণালয় বা সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঢাকা থেকে চট্টগ্রাম ২৫০ কিলোমিটার দূরত্ব যেখানে পাঁচ ঘণ্টায় অতিক্রম করার কথা সেখানে বর্তমানে ১৪ থেকে ১৮ ঘণ্টা লেগে যাচ্ছে। আটকে পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। দীর্ঘ এ যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই মারা গেছে বেশ ক’জন রোগী। চট্টগ্রাম বন্দর থেকে সারাদেশে কাঁচামাল ও পণ্য সামগ্রী ঠিক সময়ে পৌঁছাতে না পারায় বন্ধ হয়ে গেছে অনেক কারখানার উৎপাদন। বেড়ে গেছে ভোগ্য পণ্যসহ সব ধরনের পণ্যের দাম। আগে ঢাকা-চট্টগ্রাম ট্রাক ভাড়া যা ছিল ৭ হাজার টাকা অবস্থার কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার থেকে ১১ হাজার টাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠানো রফতানি পণ্য ঠিকমত চট্টগ্রাম না পৌঁছায় গার্মেন্টসসহ বহু রফতানি চালানের শিপমেন্ট ও অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। এভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট অচলাবস্থার কারণে গত এক মাসে জাতীয় ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সংশ্লি­ষ্টরা জানিয়েছেন। যানজটের কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসে বসে শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজটের কারণে প্রায় সবারই নাজেহাল অবস্থা। গত কয়েক দিনের যানজট দিশেহারা যাত্রী সাধারনেরা। যাত্রীরা প্রায় মহাসড়কের যানজট নিয়ে ক্ষিপ্ত হয়ে তারা তাদের ফেসবুকে একাউন্টে স্ট্যাটাস দিচ্ছে আবার অনেকে জ্যামে বসে নিজের ছবির পাশাপাশি দীর্ঘ গাড়ীর সারির ছবি আপলোড দিতে দেখা যায়। গতকাল রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিয়ে কামরুজ্জামান নামের এক ব্যক্তি সে তার নিজস্ব ফেসবুক একাউন্টে লিখেছেন, যারা চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকা যাবেন ভাবছেন তারা যেন দাউদকান্দি হয়ে না আসার জন্য সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি উল্লেখ করেন, সকাল ১০ টায় তিনি কুমিল্লা থেকে রত্তনা হয়ে দাউদকান্দি টোল প্লাজায় এসে পৌছেন ৪ ঘন্টায়। ঢাকায় তার জরুরী মিটিং শুরু হবার বিকাল ৪ টায়। তিনি তখনও জানেন তিনি ঢাকা মিটিংয়ে গিয়ে অংশগ্রহন করতে পারবেন কিনা বলে ক্ষোভ প্রকাশ করেন।
আলমগীর হোসেন অপর ব্যাক্তি সে তার ফেসবুক একাউন্টে স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বাসচালকদের শৃঙ্খলার মধ্যে এনে যেখানে সেখানে পার্কিং ও যাত্রী ওঠানো নামানো বন্ধ করা প্রয়োজন। পাশাপাশি মহাসড়কে টহলরত হাইত্তয়ে পুলিশ আরো শক্তিশালী হলে এই সড়কে যানজট বন্ধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করে বলেন না হয় এই সড়ক চার লেন কেন ! আট লেনে উন্নত করলেও এই সড়কে যানজট বন্ধ করা যাবে না পাশাপাশি তিনি কিছুটা হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রশাসন এ ক্ষেত্রে সম্পুর্ণই ব্যর্থ এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো দৃশ্যমান উদ্যোগও নেই! এই রিপোর্ট লিখা সন্ধ্যা ৬ পর্যন্ত যানজট থেমে থেমে অব্যাহত ছিল।



 

Show all comments
  • Amader Comilla ২৬ মার্চ, ২০১৮, ১:২৬ পিএম says : 0
    Rastar dui pashe prosor jaiga ashe 12 liner rasta kora hoile janjot kome jabe bole asha kori
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামাজিক

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ