Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে ভারতে সাবিনা-কৃষ্ণা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : অবশেষে ভিসা জটিলতা শেষে ভারত যাচ্ছেন বাংলাদেশের দুই কুতি নারী ফুটবলার সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। ভারতের ঘরোয়া ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছেন তারা। গতকাল বিকালে ভিসা পেয়ে সন্ধ্যা ৭টা ২০মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়লেন এ দুই নারী ফুটবলার। প্রথমে কোলকাতা পৌঁছাবেন তারা। এরপর যাবেন গৌহাটি। সেখান থেকে শিলংয়ে যাবেন সাবিনা ও কৃষ্ণা।
কাল বিকালে ভারতের ভিসা হাতে পাওয়ার পর টিকিট নিশ্চিত করেন তারা। ভারতের উইমেন্স লিগে খেলতে যাচ্ছেন- এটা নিশ্চিত হওয়ার পরই সাবিনা-কৃষ্ণা ছুটে আসেন বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে। বাফুফে সভাপতি এ দুই নারী ফুটবলারকে সাহস জুগিয়ে ভালো খেলার উপদেশ দিয়ে বললেন, ‘তোমরা ভারতে এমনভাবে খেলবে যেন সেটা বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপন হয়ে থাকে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ