Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যাংক সুদের হার বাড়ানো অযৌক্তিক : ক্যাব চট্টগ্রাম

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোন কারণ ছাড়াই আকস্মিকভাবে সুদের হার বাড়িয়ে দেয়াকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব চট্টগ্রামের নেতারা বলেছেন, এরফলে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় বাড়বে। গতকাল (রোববার) এক বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, ভোগ্যপণ্যের ব্যবসায়ীদের মতো কোন কারণ ছাড়াই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের হার বাড়িয়ে দিলো। এরফলে ক্ষুদ্র, মাঝারী ও প্রান্তিক গ্রাহকরা পড়েছে বিপাকে। ব্যবসা-বাণিজ্যের ও জীবন যাত্রার ব্যয় বাড়বে, ভোগাান্তি হবে সাধারণ জনগণের।
তারা বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার নির্ধারণ করেন তারা নিজেরাই। যদিও ব্যাংকিং খাতে অরাজকতা সৃষ্টি ও লুটপাটের সুবিধা দেয়ার জন্য ইতোমধ্যেই ব্যাংকিং আইনের বেশ কিছু ধারা পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একশ্রেণির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের যোগসাজসে গুটিকয়েক বড় ব্যবসায়ী নামধারী লুটেরাদের অনিয়ম, পুকুরচুরির কারণে দেশের ব্যাংকিং সেক্টর পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ