Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম সংগীত উৎসব অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে ‘প্রথম সংগীত উৎসব’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে ও সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা উপাচার্যকে উত্তরীয় পরিয়ে বরণ করেন। ‘এরপর আগুনের পরশমনি’ সঙ্গীত পরিবেশনের সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী), ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর সংগীত বিভাগের সমন্বয়ক অসীত দে এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান প্রদীপ কুমার নন্দীকে উৎসব স্মারক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রধান অতিথি আসাদুজ্জামান নূর সংগীত উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের চেয়ে জ্ঞান আহরণের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। জ্ঞান অর্জন এবং বেশি বেশি করে শিল্প সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তারা মনের ভেতরকার অন্ধকার ও সাম্প্রদায়িকতার মনোভাব দূর করতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা পুরান ঢাকার সাংস্কৃতিক মÐলে পরিবর্তনের ক্ষেত্রে এবং এ অঞ্চলের মানুষের শিল্প কর্মের সুকুমারভিত্তিক চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ অগ্রণী ভ‚মিকা পালন করবে। নতুন এ বিভাগটি তাদের বিভিন্ন সাংস্কৃতিক উৎসবমুখ পরিবেশনার মধ্যমে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগের রূপান্তরিত হচ্ছে। দিনব্যাপী এই আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী নাদিরা বেগম, খায়রুল আনাম শাকিল, অসিত দে, আলী এফ এম রেজেয়ান, বুলবুল ইসলাম, লাইসা আহমদ লিসা, অদিতি মহসিন, শারমিন সাথী ইসলাম, কাঞ্চন মোস্তফা, ড. শেখর মÐল, অণিমা রায়, মাহমুদুল হাসান, প্রিয়াংকা গোপ, বুঝুর আহম্মেদ, পরিতোষ কুমার মÐল, মেহফুজ আল ফাহাদ, ইশরাত জাহান ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম সংগীত উৎসব অনুষ্ঠিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ