Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হলো হীরা এক্সপ্রেস

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের ব্যানারে বাজারে এসেছে কণ্ঠশিল্পী হীরা’র একক অ্যালবাম ‘হীরা এক্সপ্রেস’। সম্প্রতি এক আনন্দঘন পরিবেশে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনটিতে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ধ্রæব গুহ, ওস্তাদ সঞ্জীব দে, কণ্ঠশিল্পী ইমরান, মিলন, সাফায়েত, জান্নাত পুষ্প সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেলসহ নবীন-প্রবীণ শিল্পী ও অ্যালবাম সংশ্লিষ্টরা। অ্যালবামে মোট গান রয়েছে আটটি। সবকটি গানের কথা লেখার পাশাপাশি চারটি গানের সুর করেছেন গীতিকবি আদিত্য রুপু। অ্যালবামে চারটি সলো ও চারটি ডুয়েট গান রয়েছে। ডুয়েট গানে হীরার সহশিল্পীরা হলেন তানজিনা রুমা, স্বরলিপি, আনিসা ও ফারাবী। সুর ও সংগীতায়োজন করেছেন অয়ন, সাহেদ, আদনান ও অথই। হীরা বলেন, ‘অ্যালবামটিতে আমার স্বপ্নের কিছু গান করতে চেয়েছি। পাশাপাশি শ্রোতাদের রুচির বিষয়টিও আমার মাথায় ছিল। সাধ ও সাধ্যের সবটুকু উজার করেই অ্যালবামটি করেছি। অ্যালবামের গানগুলো শ্রোতাপ্রিয় হবে কিনা জানি না, তবে বেশকিছু ভিন্নধারার কথা রয়েছে। জহিরুল ইসলাম সোহেল বলেন, হীরা এক্সপ্রেস আর দশটা অ্যালবামের চেয়ে আলাদা। শিল্পীর গায়কী ও গীতিকারের লেখা আমাকে মুগ্ধ করেছে। আশাকরি শ্রোতারাও ভালোভাবে নেবে আমাদের এই কাজটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত হলো হীরা এক্সপ্রেস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ