Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডানের ভরাডুবিতে ক্ষুব্ধ সমর্থক দল

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথমবারের মত ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেটে সুপার সিক্সে ওঠতে ব্যর্থ হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এতেই ক্ষোভে ফুসছে মোহামেডান সমর্থক দল। চলমান প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে চরম ব্যর্থ হওয়ার পর গতকাল এক জরুরী সভায় বসে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি। সভায় এই ব্যর্থতার ক্ষোভ ও নিন্দা জানানো হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ‘ফুটবল, ক্রিকেট ও হকিতে উপর্যপুরি ব্যর্থতায় মোহমেডানের সুযোগ্য (!) কর্মকর্তাদের লজ্জিত না করলেও মোহামেডান সমর্থকদের হতাশায় মুহ্যমান করার পাশাপাশি তাদের মনে তীব্র ক্ষোভ ও ঘৃনার জš§ দিয়েছে। পদলেহনকারী ক্রীড়নক কর্মকর্তাদের আর ক্লাবে থাকতে দেয়া সমীচিন নয় বলেই সকলেই মনে করে। সভায় অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্লাব থেকে পদত্যাগ করার জোর দাবী জাননো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ