Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইস্পাহানী পাইওনিয়র ফুটবল লিগ

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : ইস্পাহানী মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে কালারপোল ক্রীড়া সংস্থা জয়ের শুভসূচনা করেছে। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত হালিশহর হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে কালারপোল ৩-১ গোলে বাবর ফুটবল একাডেমীকে পরাজিত করে। দুই দলের মধ্যেকার এ ম্যাচটিতে খেলার ১২ মিনিটে বাবর একাডেমীর তানভীর গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। ২৫ মিনিটে কালারপোলের বাতেন গোল করে খেলাটি সমতায় নিয়ে আসে (১-১)। এরপর উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও গোলের ঠিকানা খুঁজে না পাওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কালারপোলের ইফতেখার, সাজ্জাদ ও বাতেন এবং বাবর একাডেমীর গোলাপুর রহমান গোল করে। এরআগে লীগের উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী টি লিমিটেডের সিওও শান্তনু বিশ্বাস। এসময় সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, ইস্পাহানী গ্রæপ অব কোম্পানিজের সিনিয়র জেনারেল ম্যানেজার ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবারের লীগে চারটি গ্রæপে বিভক্ত হয়ে ১৬টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রæপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দু’টি দল করে সর্বমোট আটটি দল কোয়ার্টার ফাইনাল, এরপর সেমিফাইনাল হয়ে ফাইনালে খেলবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ