Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রেণিকক্ষে ঝুড়িভর্তি পাথর রাখছে শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীদের রুখতে পাথর ছোঁড়ার পরামর্শ

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীদের হামলা রুখতে ছাত্রদের ঝুড়িভর্তি পাথর রাখার পরামর্শ দিয়েছেন পেনসিলভানিয়ার এক শিক্ষা কর্মকর্তা। শুধু পরামর্শ দিয়েই থেমে থাকেননি তিনি, এরই মধ্যে কয়েকটি ক্লাসের শিক্ষার্থীদের পাথর তুলে দেওয়া হয়েছে। যাতে তারা বন্দুকধারীদের ওপর পাথর ছুড়ে মারতে পারে। বøু মাউন্টেন স্কুল ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট ডেভিড হেলসেল এই মাসে অঙ্গরাজ্যের আইন প্রণেতাদের জানিয়েছেন, বন্দুকধারীদের হামলা মোকাবিলায় কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের নদীর পাথর দেওয়া হয়েছে। গত মাসে ফ্লোরিডার পার্ক ল্যান্ডের এক স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়। ওই ঘটনায় বেঁচে যাওয়ারা শনিবারও বিক্ষোভ আয়োজন করেছেন। ওয়াশিংটনের বিক্ষোভ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জানানো হবে। এতে বেশ কয়েকজন সেলিব্রেটি ও রাজনীতিবিদও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতে ওই সুপারিন্টেন্ডেন্টের মতামত সামনে এল। এই মাসের শুরুতে তিনি রাজ্যের আইন প্রণেতাদের জানান, সম্ভাব্য বন্দুকহামলা রুখতে শ্রেণিকক্ষে ঝুড়িভর্তি পাথর রাখা শুরু করেছেন তারা। ছাত্রদের দেওয়া হয়েছে ঝুড়িভর্তি নদী থেকে তুলে আনা পাথর। তিনি বলেন, হামলা হলে স্কুল খালি করার আগ পর্যন্ত আত্মরক্ষার জন্য পাথর ব্যবহার করা যেতে পারে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সংসদের শিক্ষা কমিটির কাছে দেওয়া বক্তব্যে ডেভিড হেলসেল বলেন, প্রত্যেক ক্লাসরুমে পাঁচ গ্যালনের পাথরভর্তি ঝুড়ি রাখা হয়েছে। তিনি বলেন, যদি কোনও বন্দুকধারী আমাদের কোনও ক্লাসরুমে ঢুকতে যায় তাহলে তাকে ক্লাসভর্তি ছাত্রদের পাথর ছোড়া সামলাতে হবে। আমরা এমন কিছু ছাত্র পেয়েছি যারা খুব জোরে পাথর ছুড়তে পারে। বৃহস্পতিবার এই পদক্ষেপের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। বাজফিড নিউজকে হেলসেল বলেছেন, তাদের জেলায় গত দুই বছর ধরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, শেষ উপায় হিসেবেই তারা এটা ভেবেছেন। বাজফিড নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ