Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান তালেবানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া : নিকলসন

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগান তালেবানকে রাশিয়া সমর্থন করছে এবং তাদের কাছে অস্ত্রও সরবরাহ করছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা দলের প্রধান জেনারেল জন নিকলসন। বিবিসি’র সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে নিকলসন বলেন, তিনি রাশিয়ানদের এ অস্থিতিশীল কর্মকাÐ প্রত্যক্ষ করেছেন। তিনি জানান, তাজিক সীমান্ত দিয়ে রাশিয়ার অস্ত্র তালেবান যোদ্ধাদের হাতে আসছে। তবে কি পরিমাণ অস্ত্র আসছে তা বলতে পারেননি যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা। রাশিয়া এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে অতীতে এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছে।আর এখন মার্কিন সামরিক কর্মকর্তা নিকলসন রাশিয়ার বিরুদ্ধে ফের নতুন করে তালেবানকে অস্ত্র সরবরাহের অভিযোগ তুললেন। সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টা নিয়ে যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরোধপূর্ণ সময়ে এ অভিযোগ উঠল। নিকলসন বলেন, “রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নিয়ে গণমাধ্যমে তালেবানের লেখা স্টোরি আমরা দেখেছি। তালেবানের কাছে রাশিয়ার অস্ত্র আসার কথা জানিয়ে আফগান নেতারা আমাদের কাছে সেসব অস্ত্রও দিয়েছেন। আমরা জানি রাশিয়া এতে জড়িত আছে।” নিকলসন বলেন, তালেবানের সঙ্গে রাশিয়ার সরাসরি এ যোগসাজশ তুলনামূলকভাবে নতুন বলেই তিনি মনে করেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ