বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী জেলা শহরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মহসিন ওরফে দিপু (৩২) নামক হোন্ডা চালক নিহত হয় । শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের উজ্বরপুর হোয়াইট হল কমিউনিটি সেন্টারের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহসিন দিপু নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী গ্রামের ইসলাম হাজী বাড়ীর মৃত শফিক উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলা শহর মাইজদী থেকে একটি মালবাহী ট্রাক সোনাপুর যাবার পথে হোয়াইট হলের কাছে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সে নিহত হয়।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ, মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।