Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতার জায়গায় জবাবদিহিতা থাকলে দুর্নীতি রোধ সম্ভব -ইফতেখারুজ্জামান

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

‘ক্ষমতার জায়গায় জবাবদিহিতার ব্যবস্থা থাকলে দুর্নীতি রোধে কার্যকর ভ‚মিকা রাখা সম্ভব’। এছাড়াও ‘প্রতিষ্ঠানিক ও পারিবারিক পর্যায়ে সুদ্ধাচার চর্চা করার মাধ্যমে দুর্নীতি প্রশমিত করা যায়’ বলে মন্তব্য করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জান। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে ঈড়ৎৎঁঢ়ঃরড়হ ধহফ ধহঃর ঈড়ৎৎঁঢ়ঃরড়হ : পযধষষবহমবং ধহফ ড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তথ্য আদান-প্রদান সহজতর করার ওপর জোর দেয়া প্রয়োজন। যা দুর্নীতি প্রশমনে সহায়ক ভ‚মিকা পালন করবে।” তিনি আরও বলেন, “দেশের সব মানুষের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট সম্পদ আছে। কিন্তু মাত্র একজন মানুষের লোভ মেটানোর মতো যথেষ্ট সম্পদ নাই। সে হল দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ মানুষেরা একটি উদাহরণ প্রায়ই দিয়ে থাকেন ‘বেতন কম তাই প্রয়োজন মেটাতে তারা দুর্নীতি করেন’। অথচ ঐ ব্যক্তি অবশ্যই তার বেতন কাঠামো জেনেই চাকরিতে প্রবেশ করে। তারপরও চাকরি নিয়ে সে দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে।” সেমিনারে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ জাবি ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • গনতন্ত্র ২৪ মার্চ, ২০১৮, ২:১৫ এএম says : 0
    জনগন বলছেন, “ চোখ বাঁধা মূর্তি যদি স্বর্ন গিলে, জবাবদিহিতা কোথায় মিলে ???? এখন পুটিঁ, বোয়াল গিলে ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষমতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ