বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনে দিনে মশার উপদ্রব অত্যাধিক মাত্রায় বেড়েই চলেছে। তবে মশা নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ একাধিক শিক্ষক শিক্ষার্থীর। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবাসিক হল, শিক্ষকদের ডরমেটরি, কটেজ, খেলার মাঠ, ক্যান্টিন, ক্যাফেটোরিয়া সবখানেই মশার রাজত্ত¡। মশার কারণে কোথাও দাড়িয়েও শান্তি নেই। মশার কারণে পড়ার টেবিলে বসাও অসম্ভ হয়ে পড়েছে। মশার পরিমাণ এত বেশি যে যেন চলাফেরার পথে সবসময় গায়ের সাথে মশা ধাক্ক খাচ্ছে। মশারি ব্যাবহারেও তেমন কাজ হচ্ছে না। দিনের বেলাতেও মশারি ব্যাবহার করতে হচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন মশার কয়েল জ্বালালেও মশার হত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। তাছাড়া কয়েলের কুট গন্ধযুক্ত ধোয়ায় স্বাস্থের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মশা বৃদ্ধির কারণ হিসেবে দেখা গেছে আবাসিক হলগুলার ড্রেন নিয়মিত পরিষ্কার না করা, আশপাশের ঝোঁপঝাড় পরিষ্কার না করা, যত্রতত্র ময়লা আবর্জনা স্তুপ করে রাখা। এছাড়া কার্যকরী মশা নিধনের অভাব তো রয়েছেই। বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, অত্যাধিক মশার উৎপাতে অতিষ্ট তারা। মশার উৎপাতে কিছু করা যাচ্ছে না। প্রায় সারা দিনই মশার উৎপাত থাকে তবে সন্ধ্যা হলেই এমন বেড়ে যায় যে কোথাও দাড়ানোর মতও থাকে না। আর পাহাড়ি এলাকার মশার কামড়ে বড় ধরণের রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারনেই আমরা মনে করি প্রশাসনের উচিৎ মশা নিধনে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী তাহসিন ইশরাক তানহা বলেন, এত বেশি মশা যে দিনেও রুমে বসা কঠিন হয়ে যাচ্ছে। চবি মেডিক্যেল সেন্টারের চিকিৎক ডা. শান্তনু মহাজন বলেন, পাহাড়ি এলাকার মশা সাধারণত ম্যলেরিয়া রোগরে জিবাণু বহন করে। এ মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়াসহ বিভিন্ন দুরারোগ্য রোগ হতে পারে। এ বিষয়ে প্রক্টর মো. আলী আজগর চৌধুরী ইনকিলাবকে বলেন, মশা নিধনে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কোন হাত নেই। এটা ভুক্তভোগী এলাকার সিটি কর্পোরেশান বা ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব। আমি আবাসিক হল প্রশাসনকে হলগুলার আঙ্গিনা পরিষ্কার পরিছন্ন রাখার নির্দেশ দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।