Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার বইয়ের প্রচ্ছদ করছেন বিপাশা

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একুশে বই মেলায় অভিনেতা আবুল হায়াতের লেখা ‘নির্বাচিত গল্প সংকলন’ শিরোনামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। তার লেখা জল ডুবা, দেয়াল, অন্যকিছু, অচেনাসহ ১২টি গল্পের সমন্নয়ে প্রকাশিতব্য গ্রন্থটির প্রচ্ছদ অলংকরণ করছেন তার মেয়ে বিপাশা হায়াত। আবুল হায়াত বলেন, বিপাশা আগেও আমার কয়েকটি বইয়ের প্রচ্ছদ করেছে। সেগুলো আমার ভালো লেগেছে। আমার মেয়ে বলে বলছি না, শিল্প বোদ্ধারাও সেই অলংকরণগুলোর প্রশংসা করেছেন। তাই এবারে বই মেলায় প্রকাশিতব্য বইটির প্রচ্ছদও তাকেই করতে দিয়েছি। উল্লেখ্য, অভিনেতা আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত। অন্যদিকে তার কন্যা বিপাশা হায়াতও দেশের স্বনামধন্য আঁকিয়ে। অভিনয় থেকে কিছুটা দূরে সরে আঁকাআঁকি নিয়েই বেশি ব্যস্ত তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবার বইয়ের প্রচ্ছদ করছেন বিপাশা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ