মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংযোগ নিয়ে কাজ করা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান আইনজীবী জন ডাওড পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে জন ডাওড বলেন, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসি এবং তার প্রতি শুভকামনা রইল। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, হোয়াইট হাউসের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের বিষয়ে তদন্ত শেষ হওয়া উচিত। জন ডাওডের পদত্যাগ নিয়ে প্রেসিডেন্টের কাউন্সিল জে সেকুলো বলেন, জন ডাওড আমাদের বন্ধু ও আইনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার অনুপস্থিতিতেও আমরা প্রেসিডেন্টের হয়ে লড়াই চালিয়ে যাব। রুশ সংযোগ নিয়ে তদন্ত করা হোয়াইট হাউসের বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের দলের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্প মুখোমুখি হবেন কি না তা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল তার আইনজীবীদল। আর এই দলের নেতৃত্বে ছিলেন জন ডাওড। এখন এই দলের নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে চলতি সপ্তাহে তার দলের জন্য ওয়াশিংটনের অ্যাটর্নি জোসেফ ডিজেনোভাকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিয়োগ পেয়েই তিনি বলেছিলেন, ট্রাম্পকে এফবিআই ও বিচার বিভাগের কর্মকর্তারা ফাঁসিয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।