পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশতম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি ৭৫ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের বিজয়ের মাধ্যমে দেশে জনমতের প্রতিফলন ঘটেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এই রকম অবাধ সুষ্ঠু হয় তাহলে বিএনপি এবং ২০ দলীয় জোটের সঙ্গে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের তফাৎ হবে ৭৫ এবং ২৫ শতাংশ। অর্থাৎ বিএনপি ৭৫ শতাংশ, আওয়ামী লীগ ২৫ শতাংশ। এটাই হলো সত্যিকারের বর্তমান জনমত।’
শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের বিজয়ের প্রসঙ্গ তুলে মওদুদ আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোদিনই জিততে পারে না। শুধু একবার তারা সভাপতির পদটা পেয়েছিল।’
‘এ বছরের নির্বাচন আমাদের জন্য সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। সরকারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নাম বলবে না, সরকারের অত্যন্ত প্রভাবশালী নেতৃবৃন্দ চেষ্টা করেছেন এই নির্বাচনের হাওয়া উল্টাতে এবং জয়লাভ করতে। কিন্তু তারপরও তারা পারেননি। কারণ এই নির্বাচনে কোনো কারচুপি হয়নি, সুষ্ঠু হয়েছে,’ বলেন প্রবীণ এই আইনজীবী।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করে ‘জিয়া নাগরিক ফোরাম’ (জিনাফ) নামের একটি সংগঠন।
মওদুদ আহমদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, নির্বাচিত সংসদ নেই, অথচ তকমা লাগানো হয়েছে উন্নয়নশীল দেশের। আসলে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন। এমন উন্নয়নে দেশের মানুষ কোনোভাবে সম্পৃক্ত হতে চায় না। কারণ গণতন্ত্র ছাড়া কখনো সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।’
বিএনপি ক্ষমতায় থাকলে আরো ৭/৮ বছর আগে উন্নয়নশীল দেশের স্বীকৃতি আসত দাবি করে দলটির এই নীতিনির্ধারক বলেন, ‘এই সরকারের লুটপাট, দুর্নীতি আর কুশাসনের ফলে আজকে এই স্বীকৃতি পেতে বিলম্বিত হয়েছে। তাদের (সরকারের) এখানে কোনো অবদান নেই।’
সরকার আগামী নির্বাচন ‘ভোটারবিহীন’ করতে চাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের মানুষের ধৈর্য রাখার সীমা পেরিয়ে গেছে। তারা (আওয়ামী লীগ) একটি ভোটবিহীন নির্বাচনের দিবাস্বপ্ন দেখছেন। তাদের এই স্বপ্ন কোনোদিনও বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না। একটা সময় আসবে যদি এই সরকার সমঝোতায় না আসে তখন রাজপথ ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ারের সভাপতিত্বে এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রতমাতুল্লাহ, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।