নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রথম দিন থেকেই রোমাঞ্চ ছড়াতে শুরু করেছে কেপটাউন টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২৬৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
২ উইকেটে ছিল ২২০ রান। সেখান থেকে মাত্র ২২ রানের ব্যবধানে চার উইকেট তুলে নেন প্যাট কামিন্স। খানিক বাদে তার সঙ্গে যোগ দেন মিচেল মার্শ ও মিচেল স্টার্কও। অপর প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়ার দৃশ্য দেখেন এলগার। শেষ সেশনে ৬ উইকেট তুলে দিনটা নিজেদের করে নেন অজিরা।
প্রোটিয়া ইনিংস ধাক্কা খায় শুরুতেই। ৬ রানে হারায় এইডেন মার্করামকে। ৮৬ রানের জুটিতে হাশিম আমলাকে (৩১) নিয়ে সেই ধাক্কা সামাল দেন এলগার। মার্করামের পর আমলাকেও ফেরান জস হ্যাজেলউড। তারপর ডি ভিলিয়ার্সকে নিয়ে এলগার গড়েন ১২৮ রানের জুটি। এরপরই শুরু হয়ে কামিন্সের ধ্বসংলীলা। মিড উইকেটে ডেভিড ওয়ার্নারের কাছে ডি ভিলিয়ার্সকে (৬৪) সহজ ক্যাচ বানিয়ে শুরু। এরপর একে একে ফেনে অধিনায়ক ফাফ ডু প্লেসিস, টিম্বা বাভুমা, কুইন্টন ডি কক। দ্বিতীয় ¯িøপে দাঁড়িয়ে সব মিলে একাই তিনটি ক্যাচ নেন স্টিভেন স্মিথ। ১২১ রান নিয়ে একাই লড়ছেন এলগার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।