Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্ণফুলী গ্যাসের আনন্দ শোভাযাত্রা

উন্নয়নশীল দেশে উত্তরণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:১৮ পিএম, ২২ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত (এলডিসি) থেকে বাংলাদেশ ‘উন্নয়নশীল’ দেশ হিসেবে উত্তরণ উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে (কেজিডিসিএল) ২০ থেকে ২৫ মার্চ সেবা সপ্তাহ চলছে। সেবা সপ্তাহ উপলক্ষে কেজিডিসিএল ষোলশহর, হালিশহর এবং ফৌজদারহাটস্থ কার্যালয়ে শিল্প, বাণিজ্যিক ও আবাসিকসহ সকল শ্রেণির গ্রাহকদের জন্য অধিকতর গ্রাহক সেবার কার্যক্রম চালু করেছে। তিনটি কার্যালয়ে হেল্প ডেক্সের মাধ্যমে সংশ্লিষ্ট সকল শ্রেণির গ্রাহকগণ প্রয়োজনীয় সেবা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয় ও প্রজ্ঞায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার যোগ্য নেতৃত্বে ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশ আজ অপ্রতিরোধ্য যাত্রায় সামিল। এ ঐতিহাসিক সাফল্যকে আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মাধ্যমে কেজিডিসিএল গতকাল নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করে। এতে নেতৃত্ব দেন কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আলী মোঃ আল-মামুন। এতে কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি লালদিঘী থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্ণফুলী

৮ জানুয়ারি, ২০২৩
১৮ সেপ্টেম্বর, ২০২২
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ