Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেইড

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

১৯৮১ সালের লখনৌ। এক সৎ আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) কর্মকর্তা অময় পটনায়েকের (অজয় দেবগন) এক অভিযানের গল্প। এই কর্মকর্তা তার সততা আর কর্মনিষ্ঠার জন্য সাত বছরের চাকরি জীবনে ৪৯ বার বদলী হয়েছে। ৫০তম বার বদলী হবার আগে সে যে এলাকায় কার্যভার পায় তারই এক অসৎ রাজনীতিক মানুষ রামেশ্বর সিং ওরফে তাউজি (সৌরভ শুক্লা)। নিজে সৎ বলেই তাউজির সঙ্গে বিরোধ সৃষ্টি হতে বেশি সময় লাগেনি অময়ের। গোপন সূত্রে সে খবর পায় তাউজি তার বিশাল প্রাসাদের কোনও এক জায়গায় প্রচুর অনাদায়ী করের অর্থ গচ্ছিত রেখেছে। কর বিভাগের কর্মী আর পুলিশ নিয়ে সে অভিযান চালায় তাউজির বাড়িতে। তাউজি চ্যালেঞ্জ করে অময় সফল হবে না। এক সময় লুকানো অবস্থায় বিপুল অর্থ পেয়েও যায়। কিন্তু তাউজির এলাকার ক্রুদ্ধ ভক্ত আর সশস্ত্র কর্মীদের মোকাবেলা করে শেষ পর্যন্ত সে কি নিরাপদে ফিরতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ