প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রোয়ার উথাউগ পরিচালিত অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘টুম রেইডার’। ‘কোল্ড প্রে’ (২০০৫), ‘ম্যাজিক সিলভার’ (২০০৯), ‘এস্কেপ’ (২০১২) এবং ‘দ্য ওয়েভ’ (২০১৫) উথাউগ পরিচালিত চলচ্চিত্র।
লারা ক্রফ্ট (অ্যালিশিয়া ভিকেন্দার) বিশাল ধন সম্পদের মালিক হলেও লন্ডনের রাস্তায় সে একজন বাইসাইকেল কুরিয়ারের কাজ করে আর ফিট থাকার জন্য নিয়মিত বক্সিং জিমে যায়। জিমের ফি দিতেও তার খুব খাটতে হয় যদিও সে লর্ড রিচার্ড ক্রফ্টের (ডমিনিক ওয়েস্ট) মেয়ে এবং একমাত্র উত্তরাধিকারী হিসেবে বিপুল সম্পদের মালিক হতে পারে যদি সে সে হারিয়ে যাওয়া বাবাকে আইনত মৃত হিসেবে ঘোষণা করে দলিলে সই করে। যখন দলিলটিতে স্বাক্ষর করার জন্য তার ওপর চাপ আসে সে একটি তথ্য পায় যা দেখে বাবা যে দ্বীপ থেকে হারিয়ে গিয়েছিল সেখানে যাবার উদ্যোগ নেয়। তার সহকারী হিসেবে যোগ দেয় লু রেন (ড্যানিয়েল উ), যার বাবা আরও সাত বছর আগে একই ভাবে হারিয়ে যায়। জাপানের কাছের সেই দ্বীপটিতে যায় তারা। এই দ্বীপে রয়েছে প্রাচীন জাপানের সম্রাজ্ঞী হিমিকোর রহস্যময় সমাধি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।