Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীর প্রতীক কাঁকন বিবির দাফন বিকেলে

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১:১১ পিএম

মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক কাঁকন বিবি ওরফে নূরজাহানের (১০৩) লাশ দাফন আজ বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হবে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিকরগাঁও গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হবে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিভাগীয় প্রধান সব্যসাচী রায় সে সময় বলেন, কাঁকন বিবি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়েছিলেন।

কাঁকন বিবির মেয়ে সখিনা বেগম বলেন, তার মা এক সপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁকন বিবির মেয়ের জামাই ইসমাইল মিয়া বার্তা সংস্থা ইউএনবিকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে লক্ষ্মীপুর স্কুলের মাঠে কাঁকন বিবির নামাজে জানাজা হবে। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
ইউএনবির খবরে আরও জানা যায়, আজ সকালে মুক্তিযোদ্ধা কাঁকন বিবির লাশ তার বাড়িতে নেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বীর প্রতীক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ