নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল শুরু হচ্ছে স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কার্নিভাল (স্পীড স্কেটিং ও রোল বল প্রতিযোগিতা)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স অনুষ্ঠেয় পাঁচদিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ২৭ মার্চ। আসরে ১৫ জেলা ও ঢাকার ১০টি সহ মোট ২৫টি স্কেটিং ক্লাবের প্রায় এক হাজার খেলোয়াড় অংশ নিবেন। কাল বিকাল চারটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো: আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া সচিব মো: আসাদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম। উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান সহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। এর আগে আজ দুপুর আড়াইটায় এক আনন্দ র্যালিতে অংশ নেবেন স্কেটিং খেলোয়াড়রা। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট থেকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স পর্যন্ত এই আনন্দ র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।