বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শাজাহানপুরের সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে সভাপতির পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদিকা হেফাজত আরা মিরার বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এমন অভিযোগ করেন এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদিকা হেফাজত আরা মিরা দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু অভিভাবকদের সচেতনতায় তা সম্ভব হয়ে উঠেনি। ফলে নির্বাচনের আগে গত ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেন তিনি। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়ে ওই দিনই একাডেমিক সুপারভাইজার নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিলটি ক্ষমতার দাপট দেখিয়ে মহিলা আওয়ামীলীগ নেত্রী মিরা প্রিজাইডিং অফিসার আমিরুল ইসলামকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে প্রধান শিক্ষকের সাথে যোগসাজস করে ফাইলবন্দি করে গোপন ভাবে সদস্য নির্বাচন করে নেন। পরবর্তীতে ১৫ জানুয়ারি বিদ্যালয়ে একটি মিটিং দেখিয়ে হেফাজত আরা মিরাকে সভাপতি নির্বাচিত করেন প্রিজাইডিং অফিসার। উক্ত কমিটি অনুমোদনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে তা জমাও দেন। গোপনীয় এই কমিটি তদন্তপূর্বক বাতিলের দাবিতে গত ১৯ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন, গোপন নির্বাচন করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমতাবস্থায় অবিলম্বে গোপনীয় ফাইলবন্দি নির্বাচন বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানিয়েছেন অভিযোগকারীরা । সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন ইয়াছিন আলী কাজী, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, হযরত আলী । এলাকাবাসীদের পক্ষে উপস্থিত ছিলেন নুর আলম, মোজাফফর প্রমুখ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।