পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
অর্থনৈতিক রিপোর্টার : মো. গাউস-উল-আযম চৌধুরী সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি প্রধান কার্যালয়ের রিসার্চ, প্ল্যানিং এন্ড মডার্নাইজেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮৪ সালে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি আইবিবির একজন ডিপ্লোমেড এসোসিয়েট। সুদীর্ঘ ৩৩ বছরের চাকরি জীবনে তিনি বিভিন্ন-শাখা, প্রিন্সিপাল অফিস ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে সফলতা, নিষ্ঠা ও সুুনামের সাথে দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।