Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লামায় তথ্য অফিসের প্রেস বিফিং

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা : লামা উপজেলার তথ্য অফিসে গতকাল সকাল ১১টায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকে নিয়ে এক প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। প্রেস বিফিং- এ তথ্য অফিসার বলেন, একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রত্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ লাভ করে। এর প্রেক্ষিতে পরিকল্পনা ও রুপকল্প ২০২১ এর সফল বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ এবং উন্নয়নের প্রতিরোধ্য অগ্রযাত্রাই একমাত্র লক্ষ্য। প্রেস বিফিং- এ প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা সহকারী তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরী। এছাড়া লামা উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিফিং- এ বক্তরা বলেন- বাংলাদেশ খুবই অল্পসংখ্যক দেশের একটি, যার প্রথম ধাপেই স্বল্পোন্নত দেশে উত্তরণের তিনটি শর্তই পূরণ হয়েছে। যেমনি ভাবে শিক্ষা খাতে অর্জন, স্বাস্থ্য সেবায় সাফল্য, নারী ও শিশু উন্নয়নে অর্জন, নারীর ক্ষমতায়নে অর্জন, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, প্রবাসী শ্রমিকদের উন্নয়নের অর্জন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ, বিদ্যুৎ খাতে সাফল্য, শিল্প ও বানিজ্য খাতে অর্জন, সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশের অর্জন, ভূমি ব্যবস্থাপনা অর্জন, মন্দা মোকাবেলায় সাফল্য অর্জন করে বাংলাদেশ আজ বিশ্বের উন্নত দেশগুলির পাশে দাড়ানোর সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান, কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, খগেশ প্রতি চন্দ্র খোকন, তাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ শামছুদ্দোহা, মংচিং প্রু মার্মাসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেস বিফিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ