Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের হস্তক্ষেপ নেই -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১:১৬ পিএম | আপডেট : ১:১৮ পিএম, ২০ মার্চ, ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপি আদালত মানে না বলে তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আজ মঙ্গলবার প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ম বিশেষ জজ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে খালেদার আইনজীবীরা জামিন আবেদন করলে হাইকোর্ট তার চার মাসের জামিন দেন। এরপর জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল করেন দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আগামী ৮ই মে পর্যন্ত জামিন স্থগিত রাখার আদেশ দেন।



 

Show all comments
  • গনতন্ত্র ২০ মার্চ, ২০১৮, ১:৪২ পিএম says : 0
    জনগন বলছেন, হস্ত ঢুকাইয়া নাড়ী-ভূড়ী আউলাইয়া বলে, হস্তক্ষেপ নাই ৷কি প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের সাহায্য লাগবে ???
    Total Reply(0) Reply
  • nurul alam ২০ মার্চ, ২০১৮, ১:৫০ পিএম says : 0
    এত চালাক আপনারা ? সমগ্র দেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখছে আপনারা কি করছেন আর কি করতে পারেন । শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কী লাভ ? সবকিছুর একটা শেষতো আছেই । হয়তো একটু বিলম্ব ।
    Total Reply(0) Reply
  • এস.এম আরিফ ২০ মার্চ, ২০১৮, ২:৪৭ পিএম says : 0
    এগুলো না বলে বললেই হয় সব কিছুই আমরা করছি। জনগন কি আপনাদের বিরুদ্ধে কিছু করবে না বলবে? আপনারা সঠিক করছেন তো সমস্যা কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ