পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
অর্থনৈতিক রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি ও ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে ৩ বছরের জন্য পুন:নিয়োগ পাওয়ায় মনজুর হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। পরে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে ডিএমডি হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, কামরুজ্জামান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ও জিএম মো. কাইসুল হক, অরুন কান্তি পাল, এবনুজ জাহান, শফিকুল ইসলাম, বিষ্ণু চন্দ্র সাহা, জাকিয়া সুলতানা, সাঈদা খাতুন, অলি উল্লাহসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।