রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইনকিলাব ডেস্ক : ভারতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে গেরুয়া শিবির। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে দাবানলের মতো সহিংসতা ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। গত বৃহস্পতিবার আসামের তিনসুকিয়া জেলার ডিগবয়ে জনসভায় কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ৪ এপ্রিল থেকে। দুই দফার ভোটগ্রহণ হবে ওই রাজ্যে। তাই শেষ মুহূর্তে সেখানে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সেই সঙ্গে চলছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ। ডিগবয়ের জনসভায় রাহুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে যাচ্ছেন, সেখানেই উন্নয়নের কথা বলছেন। অথচ যেসব রাজ্যে বিজেপি বিজয়ী হয়ে ক্ষমতায় গেছে, সেখানেই সহিংসতা ছড়িয়ে পড়ছে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, ১৫ বছর আগে এই আসামে শুধুই জঙ্গিহানা আর সহিংসতার খবর পাওয়া যেত। কিন্তু আসামে এখন শান্তি ফিরেছে। এটাই কংগ্রেস সরকারের সবচেয়ে বড় সাফল্য। টাইমস অব ইনডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।