Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকা আত্মসাতের জেরে খুন হন সুমন

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা:
টাকা ফেরত না দেয়ায় সাংবাদিক সুমনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। গত ৯ মার্চ রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী ৩১ শহীদ ফারুক রোডের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কটটেপ পেঁচানো অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। ইসলামিক নিউজ অনলাইন নামে অনলাইন পোর্টালে চাকরি দেয়ার নামে ফয়সাল আহমেদ নামে এক যুবকের কাছ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা নেয়ার পর তা ফেরত না দেয়ায় খুন হন সাংবাদিক সুমন, যিনি ওই পোর্টালটির সাংবাদিক ছিলেন। নিহত সুমন সিকদার নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী গ্রামের রহমান সিকদারের ছেলে ও ইসলামিক নিউজ বিডি নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ঘটনায় মূল পরিকল্পনাকারী ফয়সাল আহমেদ ও জহিরুল ইসলাম জনি নামে দুজনকে গত রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব বিভাগের একটি দল। সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, ঘটনার তদন্তে জানা যায়, সুমন শিদকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সিএনজি গাড়ি থেকে ভূয়া ইলেক্ট্রনিক মিডিয়ার ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করত। ফয়সাল নামে ওই যুবককে নিজের পোর্টালে লভ্যাংশসহ চাকরি দেয়া কথা বলে চার থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় সুমন। কিন্তু লভ্যাংশ দেয়া তো দূরের কথা চাকরি না পেয়ে শত্রুতার সৃষ্টি হয়। ফয়সাল পাওনা টাকা দাবি করলে টালবাহানা শুরু করে সুমন। টাকা না পেয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে ফয়সাল। পরে ফয়সাল গ্রেফতারকৃত জনির সঙ্গে যোগসাজশ করে গত ৭ মার্চ সুমনের বাসায় যায়। সেখানে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সুমন ঘুমিয়ে পড়লে ফয়সাল ও জনি শ্বাসরোধ ও মুখে স্কচটেপ পেঁচিয়ে তাকে হত্যা করে। এরপর মরদেহ খাটের নিচে রেখে কম্পিউটার ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরদিন সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। ওই মামলায় ফয়সাল ও জনিকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ