Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের ২৮ বিএনপির ১২ মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ গোপন জরিপ ও বিএনপি নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলের একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাচ অফিস সূত্র জানান, এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৮টিতে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় শেষ না হওয়ায় বাকি ৬টিতে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। যে ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো ১নং মহেড়া, ২নং জামুর্কী, ৫নং বানাইল, ৬নং আনাইতারা, ৭নং উয়ার্শী, ৮নং ভাতগ্রাম, ১০নং গোড়াই ও ১৩নং বাঁশতৈল। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছেন। এদের মধ্য থেকে একক দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত ১৭ মার্চ থেকে দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। গত মঙ্গলবার বিকেলে ৫টায় ফরম বিক্রি ও জমা দানের শেষ দিনে ৮ ইউনিয়নে আওয়ামী লীগের ২৮ জন মনোনয়ন প্রার্থী ফরম জমা দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা হলেন, মহেড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য বিভাস সরকার নুপুর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো.বাদশা মিয়া। জামুর্কী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কনক, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক এডভোকেট ইলিয়াস আহমেদ ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আবু মতিন ফাক্কন। বানাইল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম কবির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আনিসুর (হুমায়ূন), ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান মতি। আনাইতারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মিজানুর রশিদ আবু। উয়ার্শী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল্লাহ হেল শাফি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব আলম মল্লিক (হুরমহল), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ আলী খান শাহিন. ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফ খান। ভাতগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাচ্চু ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুর রহমান লাবু। গোড়াই ইউনিয়নে টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আশরাফ খান, গোড়াই আঞ্চলিক শাখা শ্রমিকলীগ সভাপতি খোরশেদ আলম খোকন, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ূন কবীর। এছাড়া বাঁশতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক শামসুল আলম শামসু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম নূরু, ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান মিল্টন। দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, গোপন জরিপের ভিত্তিতে প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হবে। অপরদিকে বিএনপি গোপন জরিপ ও ইউনিয়নে বর্ধিত সভার মধ্যে দিয়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলের প্রার্থী বাছাই করবে বলে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানিয়েছেন। ৮ ইউনিয়নের মধ্যে গত সোমবার পর্যন্ত ১২টি দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বলে উপজেলা জানা গেছে। এরমধ্যে গোড়াই ইউনিয়নে উপজেলা বিএনপির সম্পাদক ওই ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়া, জামুর্কী ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল এবং আনাইতারা ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান বাবুল ককসীর মনোনয়ন অনেকটা চূড়ান্ত বলে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগের ২৮ বিএনপির ১২ মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ