Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. আইয়ুব আলী প্রকাশ লেদা (৪০) নামের এক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, দায়ের কোপে তার ডান হাতে জখম হয়েছে। জানা যায়, উপজেলার মোহাম্মদপুর এলাকার আজগর আলী বলির বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র মতে, গত বুধবার সকালে সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবন্ধী লেদাকে কুপিয়ে আহত করা হয়। হতদরিদ্র প্রতিবন্ধী লেদার জমি জোর পূর্বক দখল করা চেষ্টা চালায়। জায়গার সীমানার খুঁটি তোলতে গেলে প্রতিবন্ধী লেদার পরিবার বাঁধা দেয়। ঘটনার এক পর্যায়ে তার প্রতিপক্ষ খোরশেদ, রাকিব, মো. মনি ও পরিবারের মহিলা সদস্যরা তাকে বেদরক মারধর ও দায়ের কোপ দিয়ে রক্তাক্ত করে। এ ব্যাপরে রাউজান থানা ডিউটি অফিসার গত বৃহস্পতিবার বিকালে জানান, এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাউজানে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ