Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আ’লীগের যৌথ বর্ধিত সভা

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
চট্টগ্রামের পটিয়ায় আগামী ২১ মার্চ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৮টায় নগরীর সার্সন রোডস্থ ভ‚মি প্রতিমন্ত্রীর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভ‚মি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আ‘লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ও কর্ণফুলী উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। এছাড়া আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মো.ফারুক চৌধুরী,জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরীসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আ‘লীগ এডহক কমিটির সদস্যবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভ‚মি প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর চট্টগ্রামে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় আসছেন। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সকল রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে শক্তিশালী করতে জনসভায় সকলকে উপস্থিত হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ

১৪ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ