বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামবাসী এমনিতেই ক্রীড়া পাগল। তদুপরি ক্রিকেটের বহুল প্রত্যাশিত ফাইনালে বাংলাদেশের টাইটারদের সামনে ভারত। ফলে সর্বস্তরের দর্শকের চোখ এখন টিভি পর্দায়। নিদাহাস ট্রফি রুদ্ধদ্বার এক ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ইতোপূর্বে টাইগার বাহিনী ফাইনাল নিশ্চিত করেছে। তাই উজ্জীবিত বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে হারাতে পারলেই নতুন ইতিহাস রচনা করবে লাল-সবুজের জার্সিধারীরা। ক্রিকেট পাগল চট্টগ্রামের দর্শকরা এ ফাইনাল খেলাটি দেখার জন্য মুখিয়ে আছে। ১২০ বর্গ কিলোমিটার আয়তনের মহানগরীর ৬০ লাখ মানুষ উদগ্রীব হয়ে আছে টাইগার বাহিনীর জয়ের প্রত্যাশায়। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ঘরমুখো হয় নগরবাসী। বাসাবাড়িতে টিভি সেটের সামনে শুরু হয় খেলা দেখার প্রস্তুতি। পাড়া-মহল্লায়-ক্লাব-ছাত্রাবাসে বড় পর্দায়ও আছে খেলা দেখার আয়োজন। ভারত-বাংলাদেশ ক্রিকেটের এ মহারণকে ঘিরে টানটান উত্তেজনা ক্রীড়াপ্রেমীদের মাঝে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরনগরীর সড়ক রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায়। আর ঘরে ঘরে টান টান আনন্দ-উত্তেজনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।