বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর বন্দর থানার কলসিদীঘি এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল মামুন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (শনিবার) সকালে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কলসিদীঘি এলাকায় একটি ভবনে বাবা-মায়ের সঙ্গে থাকতো ৫ বছরের ওই শিশু। গত ১৫ মার্চ বিকেলে চকলেট দেয়ার লোভ দেখিয়ে ডেকে নেয় বাড়িটির কেয়ারটেকার আল মামুন। ভবনের একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ভয়ে কান্নাকাটি শুরু করে। এসময় আশপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে। গতকাল বন্দর থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। জানা গেছে, আল মামুন এলাকায় নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়। ফলে বৃহস্পতিবার ঘটনা ঘটলেও তা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের চাপের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে গতকাল মেয়েটির পরিবার থানায় মামলা দায়ের করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।