Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরেকটি পরমাণু চুল্লির পরীক্ষা পিয়ংইয়ংয়ের

এক বছরেই ৪০টি পরমাণু বোমা উঠবে উ.কোরিয়ার অস্ত্রভান্ডারে : চীন

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যখন আগামী মাসে ঐতিহাসিক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন, তখন পরমাণু চুল্লির পরীক্ষা চালাল পিয়ংইয়ং। ফলে এই বৈঠক ঘিরে নতুন করে অনশ্চিয়তা তৈরি হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খবরে বলা হয়েছে, কোরীয় উপদ্বীপের উত্তেজনা যেন কমছেই না। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তপ্ত সম্পর্ক যখন প্রশমনের দিকে এগোচ্ছে, ঠিক তখনই আরেকটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালাল কিমের দেশ। পিয়ংইয়ংয়ের সরকারি পত্রিকা রডং সিনমুন জানিয়েছে, গত শুক্রবার বিকেলে উত্তর কোরিয়ার ‘ইয়ং বিয়ান’ পরমাণু ঘাঁটির সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরেকটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইয়ং বিয়ান পরমাণু ঘাঁটির চুল্লিগুলো থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরমাণু অস্ত্রও তৈরি করা সম্ভব। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দাবি, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে এই ঘাঁটির চুল্লিতে প্লুটোনিয়াম উৎপাদন করছে। অন্যদিকে উত্তর কোরিয়া শুরু থেকেই বলে এসেছে, যতদিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পিয়ংইয়ং-এর বিরুদ্ধে হুমকি দেওয়া অব্যাহত রাখবে ততদিন নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি শক্তিশালী করবে উত্তর কোরিয়া। খবরে বলা হয়, পরমাণু অস্ত্রে ক্রমশই শক্তিশালী হয়ে চলেছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে চলেছে কিমের দেশ। আর তারই জের ধরে এবার এ নিয়ে নিজেদের এবার চীনের পরমাণু বিশেষজ্ঞরা জানালেন, উত্তর কোরিয়ার হাতে এই মুহূর্তে কমপক্ষে ২০টি পরমাণু অস্ত্র রয়েছে। এমনকি, ২০২০ সালের মধ্যে এই অস্ত্রসম্ভার দ্বিগুণ করার মতো পর্যাপ্ত ইউরেনিয়ামও ওই দেশের সামরিক শক্তির ভান্ডারে মজুত রয়েছে বলে জানিয়েছেন তারা। রয়টার্স, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ