Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ম থিয়েটার অলিম্পিপকস- ২০১৮তে বাংলাদেশের ৯ নাটক

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশ্ব নাটকের সবচেয়ে বড় আসর থিয়েটার অলিম্পিপকস। ১৯৯৫ সালে থিয়েটার অলিম্পিপকসের প্রথম আসর বসে গ্রীসে। এ বছর ভারতে বসেছে থিয়েটার অলিম্পিপকসের ৮ম আসর। গত ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব শেষ হবে আগামী ৮ এপ্রিল। বিশ্বের ৩৫টি দেশের ৪৬৫টি নাটকের ৬০০টি প্রদর্শনী হবে। উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ২৫ হাজার থিয়েটার শিল্পী। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) এবং সংস্কৃতি মন্ত্রকের যৌথ আয়োজনে ১৭টি বড় শহরে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। দিল্লি, মুম্বাই, কলকাতাসহ ভারতজুড়ে চলছে এই উৎসব। ৮ম থিয়েটার অলিম্পিপকস ২০১৮-তে অংশ নিচ্ছে বাংলাদেশের ৯টি নাট্যদল। নাটকগুলো হচ্ছে, সুবচন নাট্য দলের মহাজনের নাও। শাকুর মজিদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। বিবর্তন যশোরের নাটক মাতব্রিং। সাধনা আহমেদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। থিয়েটার আর্ট ইউনিটের নাট্য প্রযোজনা মর্ষকাম। নাটকটি লিখেছেন আনিকা মাহিন, নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। প্রাঙ্গণেমোর এর নাটক ঈর্ষা। সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাটক ঈর্ষা নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। ফেইম স্কুল অব ড্যান্স ড্রামা অ্যান্ড মিউজিক-এর ক্যালিগুলা। আলব্যের ক্যামু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ফেইম নাট্যকলা বিভাগের পরিচালক অসীম দাশ। থিয়েটার (নাটক সরণী)-এর বারামখানা। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসটির প্রেরণায় নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। নৃত্যাঞ্চলের গীতি নৃত্যনাট্য রাই-কৃষ্ণ পদাবলী। এটি রচনা করেছেন কবি শেখ হাফিজুর রহমান ও পরিচালনা করেছেন ভারতের সুকল্যাণ ভট্টাচার্য। প্রাচ্যনাট-এর কিনু কাহারের থেটার। মনোজ মিত্রের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন নাট্য প্রযোজনা পাঁজরে চন্দ্রবান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিপক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ