Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ছাত্রলীগ নেতাদের হাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাঞ্ছিত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১:৩২ পিএম | আপডেট : ১:৩৪ পিএম, ১৭ মার্চ, ২০১৮

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। আজ ১৭ মার্চ সকালে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ এমন ঘটনা ঘটায় বলে জানাগছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম এ প্রসঙ্গে জানতে চাইলে জানান, সামান্য কথা কাটাকাটি হয়েছে। মিটমাট হয়ে গেছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার সদরের এমপি সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।
এ প্রসঙ্গে কাবেরী বলেন, কলেজ ছাত্রলীগ নেতাদের কলেজের জমি দখল নিয়ে কথা বলায় তাকে লাঞ্ছিত করা হয়েছে।

ছাত্রলীগ নেতারা বলেছে, তিনি কলেজে দাওয়াত প্রাপ্ত নন। বিরোধীরা তাঁর সাথে এরকম কিছু করলে এর দায়দায়িত্ব তাদের নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ