Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী জাতীয় নির্বাচনে বিজয় শুধু আনুষ্ঠানিকতা মাত্র -ওবায়দুল কাদের

বিএনপির হাজার হাজার নেতাকর্মী আ‘লীগে যোগদেয়ার অপেক্ষায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন ভয় নেই জনিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে জনগণ খুশি। সেই নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে জনগণ খুশি। কাজেই আগামী নির্বাচন নিয়ে কোন প্রকার সংকোচ, কোন প্রকার ভয় আমাদের নেই। কারণ উন্নয়ন অর্জন করে আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।
গতকাল শুক্রবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে দলের ত্রাণ উপ কমিটির রিক্সা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে কথা বললেও তা নিয়ে আওয়ামী লীগের কোন মাথা ব্যাথা নেই। তিনি বলেন, বিএনপি এত চেষ্টা করেছে একটা আন্দোলন করার জন্য, কিন্তু মানুষ সাড়া দেয়নি। তার কারণ হচ্ছে এ দেশের জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতিকে পছন্দ করে না। তারা বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
কাদের বলেন, আমরা জানি, আমরা বিশ্বাস করি; এদেশের জনগণ বিএনপি নামক বিষফোঁড়ার দলটিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিচ্ছে না। কাজেই বিএনপির কোন নেতা কি বললো, সরকারে বিরুদ্ধে বিষোদগার করলো; এ নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। আমাদের মাথা ব্যাথা কিভাবে আমাদের চলমান উন্নয়নের কাজ গুলো আমরা সমাপ্ত করবো।
আওয়ামী লীগ মানুষের মন জয় করার চেষ্টা করছে আর অন্য দিকে বিএনপি নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে জনগনের আস্থা অর্জনের জন্য আমরা তরুণ ভোটার, মহিলা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি। আর বিএনপি এখন ষড়যন্ত্রের পথে এগুচ্ছে। দেশি-বিদেশি নানান মহলের সঙ্গে উঠাবসা করছে। গোপন বৈঠক করছে, কিভাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে ভন্ডুল করা যায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তবে এবারে আমরা বিশ্বাস করি ২০১৪ সালে ৫ই জানুয়ারির সেই দিন আর ফিরে আসবে না। পেট্রোল বোমার রাজনীতি এই দেশের মানুষ চায় না, যারা বোমা মেরে মানুষ হত্যা করে এই দেশের মানুষ তাদের কোন দিন গ্রহণ করবে না।
বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন তাদের নিজেদের মধ্যে। তাদের গোড়া সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষ তাদের চায় না। এমনকি আগে যারা বিএনপি সমর্থন করতো, কর্মী সমর্থকরাও আজকে বিএনপি ছেড়ে যাচ্ছে।
কাদের বলেন, আমরা এখনও সম্মতি দিচ্ছি না। সারা বাংলায় আমাদের নেতারা, জনপ্রতিনিধিরা জানাচ্ছেন যে, ওমুক জায়গায় বিএনপির নেতাকর্মীরা যোগ দিতে চায়। আজকে বিএনপির হাজার হাজার কর্মীরা আওয়ামী লীগে যোগ দেয়ার অপেক্ষায় আছে। নেত্রী থেকে আমরা গ্রীণ সিগনাল পাইনি। সে কারণে আমরা সেই যোগদানে এখনও সম্মত হতে পারছি না। বিএনপির জোয়ারের দিন শেষ। এখন তাদের ভাটার টান।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এফএম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।



 

Show all comments
  • গনতন্ত্র ১৭ মার্চ, ২০১৮, ২:১১ এএম says : 0
    জনগন বলছেন, এতই যখন আত্মবিশ্বাস, তা হলে সব দলকে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে,শুধু কথায় নয়, কাজও প্রমান দেখিয়ে দেন, আওয়ামীলীগ গনতন্ত্র বিশ্বাসী ৷তারা পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকেনা ৷
    Total Reply(0) Reply
  • Kiron mala ১৭ মার্চ, ২০১৮, ৮:১০ এএম says : 0
    Ohonkar potoner karon .
    Total Reply(0) Reply
  • Md Jahidul Islam ১৭ মার্চ, ২০১৮, ১:০৫ পিএম says : 0
    আষাঢ়ের গল্প
    Total Reply(0) Reply
  • Amanuddin Mohamad ১৭ মার্চ, ২০১৮, ১:০৫ পিএম says : 0
    ভুল ধারনা
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ মার্চ, ২০১৮, ১১:৪৯ পিএম says : 0
    এখানে আমি বেশী কিছু বলতে চাইনা শুধু এতটুকুই বলব কাদের সাহেবের মুখে লাগাম দেয়া দরকার। আমি শুনেছিলাম ওনাকে যখন ’১২ সালে মন্ত্রী বানানো হয় তখন জননেত্রী বলেছিলেন তোমার মুখে লাগাম দেয়ার জন্যই তোমাকে মন্ত্রী করা হল। কিন্তু আমি এর প্রতিফলন দেখছিনা, তিনি তখন দলের বিপক্ষে যুক্তি দিয়ে বলতেন এখন তিনি যুক্তি হীন ভাবে উল্টা পাল্টা কথা বিপক্ষের দলের সম্পর্কে বলে যাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে সেটা কেন যে তিনি বুঝতে পারছেন না এটাই আমার কাছে আশ্চার্য লাগছে। আমি আরো শুনেছি ওনাকে বিদেশীরাও মুখে লাগাম দিতে অনুরোধ করেছেন কিন্তু তিনি সেই প্রবাদের মত “কয়লা ধুইলে ময়লা যায় না”। আল্লাহ্‌ মিথ্যা একেবারেই পছন্দ করেন না তাই কথা কম বলার প্রচলন রয়েছে ইসলামে তাই না? আল্লাহ্‌ আমাদের রাজনীতিবিদদেরকে সত্য বলার ও সততার সাথে চলার ক্ষমতা দান করুন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ