পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেনকে একই পদে আরও তিন বছরের জন্য পুন:নিয়োগ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ৮মার্চের স্মারক নং-৫৩.০০.০০০০.৩১১.১১.০০৫.১৭-১৬৪ এবং বাংলাদেশ ব্যাংকের ১৫ মার্চের সূত্র নং-ারপিডি(আর-১)৬১৫/২০১৮-১৯০০ মোতাবেক তাকে রূপালী ব্যাংকে একই পদে পুন:নিয়োগ দেয়া হয়। তিনি ২০১৫ সালের ২ এপ্রিল রূপালী ব্যাংকের পরিচালনা পরিসদের চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ পান । মনজুর হোসেন সিনিয়র সচিব ও সচিব হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ছিলেন। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক এ্যাফেয়ার্স এ ফেলোশীপ করেন। এছাড়া অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল, জাপান, যুক্তরাজ্যসহ ইউরোপের অধিকাংশ দেশ ভ্রমন করেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।