Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব দরবারে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত পেয়েছে -শিল্পমন্ত্রী

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার গঠনের পর থেকে আবার এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ পুনঃ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এ দেশের শিক্ষার্থীরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই শিক্ষা নীতির বিরোধীতা করেছিল মাদরাসা শিক্ষকরা, পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। শিক্ষানীতির ফলে মাদরাসা শিক্ষাব্যবস্থা ডিজিটাল হয়েছে। মাদরাসার শিক্ষার্থীরাও আজকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে। যে দেশে শিক্ষিতের হার বেশি সে দেশ উন্নয়ন-অগ্রগতিতে ততো এগিয়ে যায়। তাই বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষিতের হার একশ ভাগে উন্নীত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগোপযোগী শিক্ষানীতি চালু করা হয়েছে। গতকাল বৃস্পতিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম।



 

Show all comments
  • গনতন্ত্র ১৬ মার্চ, ২০১৮, ১:৩২ এএম says : 0
    .............র দরবারে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত পেয়েছে ।
    Total Reply(0) Reply
  • গণতন্ত্র ১৬ মার্চ, ২০১৮, ১:৩৫ এএম says : 0
    গণতান্ত্রিক চর্চা এবং চ্যালেঞ্জগুলোর সমাধান খোঁজার আহ্বান স্পিকারের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণতান্ত্রিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ