Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবদুল মালেক সভাপতি ও লতিফ

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নেজামী মহাসচিব নির্বাচিত ইসলামী সমাজ প্রতিষ্ঠাই নেজামে ইসলাম পার্টির লক্ষ্য
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দ বলেছেন, ইসলামভিত্তিক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাই নেজামে ইসলাম পার্টির লক্ষ্য। কারণ প্রচলিত শাসন ব্যবস্থার ব্যর্থতা আদর্শ হিসেবে ইসলাম ও ইসলামপন্থীদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া সন্ত্রাসের দায় ইসলামপন্থীদের ওপর বর্তিয়ে ইসলামী আদর্শ ধারণ, চর্চা ও অনুশীলন ক্রমশঃ সংকোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিল অধিবেশনে বক্তৃতাকালে এসব কথা বলেন। কাউন্সিল অধিবেশনে মাওলানা আবদুল মালেক হালিমকে সভাপতি, মাওলানা আবদুর রশিদ মজুমদারকে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা আবদুল লতিফ নেজামীকে মহাসচিব নির্বাচিত করে নেজামে ইসলাম পার্টির ১০১-সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলে স্পষ্টভাবে জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব, ধর্মীয় ও সাংস্কৃতিক-স্বাতন্ত্র্য এবং ঐতিহ্যকে উর্ধ্বে তুলে ধরে এদেশের জনগণের চেতনায় ও ঐতিহ্যে ইসলামের অবদানকে সামনে আনা এবং জনগণের বিশ্বাস ও অঙ্গীকারকে জাতীয় জীবনের সকল ক্ষেত্রে প্রকাশ রূপ দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবদুল মালেক সভাপতি ও লতিফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ